আবারও ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী

আবারও ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী

আর্ন্তজাতিকঃ

আসছে নির্বাচানে আবারও প্রার্থী হচ্ছেন ট্রাম্প। মঙ্গলবার (১৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দিয়েছেন তিনি।

এ সময় সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রকে আবার মহান ও গৌরবময় করার জন্য আমি আজ প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি।

আগামী ২০২৪ সালের নির্বাচনে জিতলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট, যিনি ভিন্ন ভিন্ন দুটি মেয়াদে নির্বাচিত হয়েছেন।

এদিকে মঙ্গলবার রাতের ভাষণে সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে তার দলের কিছুটা ক্ষতি হয়েছে বলে ট্রাম্প স্বীকার করেছেন। কিন্তু এর ফলাফলকে চ্যালেঞ্জ করেননি তিনি।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হার নিয়ে ট্রাম্প যে তীব্র প্রতিক্রিয়া দেখিছিলেন, তা থেকে এটি উল্লেখযোগ্য পরিবর্তন।

-আরপি

Print Friendly, PDF & Email
FacebookTwitter