কাল সোহরাওয়ার্দীতে ঐক্যফ্রন্টের সমাবেশ

অনলাইন ডেস্কঃ

সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করা হয়।

সোমবার দুপুরে ডিএমপির পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়।

জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সমাবেশের অনুমতির জন্য বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিসহ তিন জন নেতা যান ডিএমপি কার্যালয়ে। সেখানে গিয়ে আনুষ্ঠানিক ভাবে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়। তাদের আবেদনের প্রেক্ষিতে পুলিশ অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি।

সমাবেশ হবে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সমাবেশে বক্তব্য রাখবেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।

অনুমতি পাওয়ার পর পরই সোহরাওয়ার্দীতে সমাবেশের জন্য মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে।

-আরবি

Print Friendly, PDF & Email
FacebookTwitter