খালেদা জিয়ার শুনানি দুপুরে

অনলাইনঃ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দায়ের করা রিট নিষ্পত্তির শুনানি হবে আজ বৃহস্পতিবার দুপুরে। বিচারপতি জেবিএম হাসানের একক বেঞ্চে এ শুনানি হবে।

এ বিষয়ে প্রধান বিচারপতির সচিব (হাইকোর্ট বিভাগ) রেজাউল করিম বলেন, খালেদা জিয়ার তিনটি রিট শুনানির জন্য বুধবার হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বে একক বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

মামলার সব নথি বুধবার বিকালেই ওই বেঞ্চে পাঠানো হয়েছে। শুনানির জন্য আজ (বৃহস্পতিবার) দুপুর ২টা সময় নির্ধারণ করেছেন হাইকোর্টের ওই বেঞ্চ।

খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।যাচাই-বাছাই শেষে তিন আসনের মনোনয়নপত্রই বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email
FacebookTwitter