খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সাক্ষাৎ

অনলাইন ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করেছেন তার পরিবারের সদস্যরা।

আজ শুক্রবার বিকালে পরিবারের ৬সদস্য তার সঙ্গে দেখা করেন। বিকেল পোনে ৫টায় তারা কারাগারে প্রবেশ করেন।

স্বজনদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা, ভাইপো অভিক ইস্কান্দার, অনিক ইসকান্দার, ভাগ্নে ডাক্তার মামুন।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ই ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন বিচারিক আদালত।

সেদিন থেকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে আছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

-ডিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter