গোপালগঞ্জে বাস দূর্ঘটনা, নিহত ১১

অনলাইনঃ

গোপালগঞ্জে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ২১ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, ঢাকা থেকে গোপালগঞ্জগামী গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাস বিকেল সাড়ে পাঁচটায় গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে দুই নারী এবং এক শিশু রয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. রুবেল হোসেন জানিয়েছেন, হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
FacebookTwitter