দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ

আজ বৃহস্পতিবার সকাল থেকে দূরপাল্লার কোনো গাড়ি চলছে না। গাবতলী বাস টার্মিনালে গাড়ি চলাচল বন্ধ করে গাড়ি ভাঙচুরের প্রতিবাদ ও বিক্ষোভ করছেন শ্রমিকেরা।

শ্রমিকরা বলছেন, নিরাপত্তাহীনতার কারণে কোনো গাড়ি ছাড়া হচ্ছে না।

আন্তজেলা বাস টার্মিনাল গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে আজ বৃহস্পতিবার সকালে কোনো গাড়ি ছাড়েনি। আবার কোনো গাড়ি এসব টার্মিনালে আসেওনি। এতে ঢাকা থেকে প্রায় সব সড়কপথে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।

নিরাপত্তাহীনতার কারণে কোনো গাড়ি ছাড়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে।

-আরবি

Print Friendly, PDF & Email
FacebookTwitter