নওগাঁ জেলা মিডিয়া ফোরাম, ঢাকা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
আজ ১৬ রমজান নওগাঁ জেলা মিডিয়া ফোরাম, ঢাকা’র উদ্যেগে ঢাকায় বসবাসকারী বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট, টিভি, ইলেকট্রনিক, মিডিয়ায় কর্মরত কর্মকর্তা, সাংবাদিকদের ইফতার মাহফিল ঢাকার কারওয়ান বাজারাস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সম্মানীত সভাপতি খায়রুজ্জামান কামাল, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও প্রথম অালো পত্রিকার সহকারী বার্তা সম্পাদক মোখলেসুর রহমান।

নওগাঁ জেলা মিডিয়া ফোরাম

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেশ টিভির অনুষ্ঠান প্রধান ও ফোরামের সভাপতি জনাব রবিউল করিম। ফোরামের সাধারণ সম্পাদক, এনটিভির সিনিয়র ভিজ্যুয়াল এডিটর সরদার মেহেদী হাসানের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিভিন্ন বিষয়ের উপর অলোচনা শেষে সবার জন্য দোওয়া করা হয়।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন চ্যানেল আই এর সিনিয়র ফটো সাংবাদিক এস এম নাসির, বাংলাডেইলি২৪.কম এর সম্পাদক শিশির মোজাম্মেল, জাগো নিউজ এর সিনিয়র সাব এডিটর আনোয়ার হোসেন, এটিএন বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার মাহবুব কবির চপল, গাজী টিভির সিনিয়র ভিজ্যুয়াল এডিটর এহসান উল হাকিম রোমেল, দেশ টিভির সহকারী প্রযোজক রুপক বিন রউফ, চ্যানেল২৪ এর সিনিয়র এক্সিকিউটিভ নূর ইসলাম টিপু, নিউজ২৪ এর ভিজুয়াল এডিটর মোঃ সোহেল রানা, বিডি নিউজ এর রির্পোটার সাইমুম সাদ, তারকালোক এর সিনিয়র রির্পোটার শাহ্ মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জার্নালের সাব এডিটর তাসলিমা সুলতানা সহ শতাধিক সদস্য।

/এসএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter