নাইট গার্ড হত্যা করে ডাকাতি!

অনলাইন ডেস্কঃ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুই নৈশপ্রহরীকে হত্যা করে তিন দোকানে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতরা দোকানগুলো থেকে টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার লক্ষণখোলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বন্দর উপজেলার দক্ষিণ লক্ষ্মণখোলা এলাকার বদি মিয়ার ছেলে মোতালেব মিয়া (৫৫) ও মৃত আবদুস সামাদ মৃধার ছেলে রায়হান উদ্দিন (৫৫)।

বন্দর থানার ওসি শাহীন মণ্ডল জানান, উপজেলার লক্ষণখোলা মাদরাসা মার্কেটে ট্রাকযোগে এসে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ডাকাতরা ব্যাটারির দোকানে হানা দেয়ার সময় মার্কেটে থাকা দুই নৈশপ্রহরী বাধা দেন। এতে ডাকাত দল দুই নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করে।

এ সময় রায়হান মিয়া ঘটনাস্থলে মারা যান। আর মোতালেব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান।

ডিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter