নোবেল শান্তি পুরস্কার এবার কে পাচ্ছেন

অনলাইন ডেস্কঃ

অধিকার প্রতিষ্ঠায় কাজ করা সংস্থা বা ব্যক্তি এবারের নোবেল পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন বলে মনে করেন শান্তি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

তাদের পর্যবেক্ষণ, আন্তর্জাতিক শান্তি বিনষ্ট করার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম ও অং সাং সুচি গেলো বছর সবার উপরে ছিলেন। তাদের প্রত্যাশা, শান্তি পুরস্কার আগের মতো রাজনৈতিক বিতর্ক তৈরি করবে না।

বিশ্বে শান্তির জন্য মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কার এবার কে পাচ্ছেন তার ক্ষণ গণনা চলছে। দুই কোরিয়া একত্রীকরণ, যৌন হেনস্তার বিরুদ্ধে মি টু হ্যাশ ট্যাগ থেকে শুরু করে শরণার্থী পুনর্বাসনে জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআরের নাম শোনা যাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, কারা বিশ্ব শান্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ করেছেন সেটি বলা না গেলেও এটি বলা যায় গেলো বছর কাদের কর্মকাণ্ড বিশ্ব শান্তি বিনষ্টে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।

তবে তাদের প্রত্যাশা, নোবেল শান্তি কমিটি এমন কোনো ব্যক্তিকে শান্তি পুরস্কার দেবে না যার জন্য পরে অনুতাপ করতে হয়।

 

Print Friendly, PDF & Email
FacebookTwitter