প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ

অনলাইন ডেস্কঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

এ পরীক্ষায় চূড়ান্তভাবে ৯৭৬৭ জন নির্বাচিত হয়েছেন।

সোমবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিয়োগের জন্য মনোনীতদের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিস বোর্ডে পাওয়া যাবে।

এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে www.dpe.gov.bd ফল প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২০ এপ্রিল থেকে পার্বত্য জেলা বাদে চার ধাপে ৬১ জেলায় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

১৩ লাখ আবেদনকারীর মধ্যে ৬ লাখ ১৬ হাজার ৬৪ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৯ হাজার ৫৫৫ জন।

-এসএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter