প্রিমিয়ার ব্যাংক ও রিজেন্টেএয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর

বাণিজ্য সংবাদঃ

বাংলাদেশের অন্যতম বেসরকারী বাণিজ্যিক ব্যাংক দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও রিজেন্ট এয়ারওয়েজের মধ্যে ৭ আগস্ট ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব সামি করিম এবং রিজেন্ট এয়ারওয়েজের চিফ কমার্শিয়াল অফিসার জনাব হানিফ জাকারিয়া স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এছাড়াও উক্ত চুক্তি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রিমিয়ার ব্যাংকের এসইভিপি এবং হেড অব কর্পোরেট ব্যাংকিং ডিভিশন জনাব নিয়ামত উদ্দিন আহমেদ, এসইভিপি এবং হেড অব সিআরএম, কার্ডস- জনাব ওমর ফারুক;  ইভিপি এবং হেড অব কার্ডস জনাব মামুন রশিদ; এসভিপি এবং হেড অব ব্র্যান্ড, মার্কেটিং জনাব তারেক উদ্দিন এবং রিজেন্ট এয়ারওয়েজের এজিএম, মার্কেটিং এণ্ড হলিডে সেলস জনাব কাজী আহমেদ উল্লাহ্‌।

চুক্তি অনুযায়ী, প্রিমিয়ার ব্যাংক ক্রেডিট কার্ড গ্রহীতারা এয়ারটিকিট ও হলিডে প্যাকেজে ৩/৬ মাস পর্যন্ত বিনা সুদে সুবিধা উপভোগ করতে পারবেন।

-আরবি

Print Friendly, PDF & Email
FacebookTwitter