ফুলবাড়ীতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের রেজিষ্ট্রেশন শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

“তোমার জয়ে, বাংলার জয়” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শনিবার বিকেলে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল।
সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সিআরআই ইয়াং বাংলার জেলা কো-অডিনেটর মো. নাবিল চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সহ-সম্পাদক মো. রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুকুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী, সহকারি শিক্ষক আশফাকুল আলম, সহকারি শিক্ষক নবীউল ইসলাম, সাবেক ছাত্রনেতা সৈয়দ মেহেদী হাসান রুবেল, যুবলীগ নেতা মামুনুর রশিদ মামুন।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমিত শীল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মামুন সরকার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ফুলবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তোহিদুজ্জামান রাসেল, সহ-সভাপতি এএসএম নাসিম আহম্মেদ প্রমূখ। শেষে উপজেলার ১০টি স্বেচ্ছাসেবী সংগঠন রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করে।

-পি/আরবি

Print Friendly, PDF & Email
FacebookTwitter