বিএনপি পাকিস্তান মার্কা দেশ চায়ঃ স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতিঃ
দেশের উন্নয়ন বিএনপির ভালো লাগে না। তারা আবারও ঠেলাগাড়ির যুগে ফিরে যেতে চান।

বিএনপি পাকিস্তান মার্কা দেশ চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি দেশে সন্ত্রাস কায়েম করতে চাইলে আওয়ামী লীগ বসে থাকবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের মাথাপিছু আয় প্রায় তিন হাজার ডলার হয়েছে। পদ্মা সেতু ও মেট্রোরেল হয়েছে।

বিদ্যুৎ উৎপাদন এখন ২৫ হাজার মেগাওয়াট। শেখ হাসিনা দেশকে আলোকিত করে দেখিয়ে দিয়েছেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের উন্নয়ন বিএনপির ভালো লাগে না। দেশ এগিয়ে যাওয়াই বিএনপির মাথাব্যথা।

তারা ঠেলাগাড়িতে ফিরতে চান। তাই প্রতিনিয়তই অগ্নিসন্ত্রাস করেন।

সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ উপস্থিত ছিলেন।

-আরপি

Print Friendly, PDF & Email
FacebookTwitter