বিজয় দিবসের গান “বিজয়ের গল্প” আসছে বিজয় দিবসেই

লাল সবুজের পতাকা, অনেক রক্তে আঁকা এমনই আবেগঘন কথা দিয়ে সজ্জিত গান ‘বিজয়ের গল্প’।

স্বাধীনতার ৪৭তম বর্ষপূর্তী উপলক্ষে তৈরি হয়েছে এ গান। আজম চৌধুরীর লেখা এ গানে কন্ঠ দিয়েছেন বরুনাখ্যাত গায়ক মাহাদী। দেশাত্ববোধক এই গানের সুর ও সংগীত আয়োজন করেছেন সুমন কল্যাণ।

গীতিকার: আজম চৌধুরী

গানটির মিউজিক ভিডিওর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে যা এই বিজয় দিবসেই দর্শক শ্রোতারা উপভোগ করতে পারবেন।

গানের মিউজিক ভিডিওতে প্রথমবারের মত ব্যবহার করা হচ্ছে অভিনব এক শিল্পচিত্র। টি-ব্যাগ এর গায়ে আঁকা চিত্রের মাধ্যমে বিজয়ের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে সে শিল্পচিত্রে, যার শিল্পী এমডি সাদিতুজ্জামান।

শিরোনাম থেকেই অনুমেয় যে এ গানের কথায় রয়েছে বাংলাদেশের বিজয় ইতিহাসের গল্প। গানটিতে উঠে এসেছে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী তরুন প্রজন্মের ভাবনা।

বিজয়ের গল্প গানের প্রসঙ্গে মাহাদীর অভিব্যক্তি জানতে চাইলে তিনি বলেন, “গীতিকার ও সুরকার এই গানে পলাশীর প্রান্তর, বায়ান্নর ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, নতুন প্রজন্মের ভাবনা, সবই নিপুণভাবে তুলে ধরেছেন। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।”

-এসএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter