বোমা বিস্ফোরক এক যুবক গণপিটুনিতে নিহত

অনলাইনঃ

বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।

নিহত যুবকের নাম সানি হোসেন (৩০)। যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।

বোমার স্প্লিন্টারে দুই যুবক আহত হয়েছেন। আহতরা হলেন- শহরের শংকরপুর এলাকার ফারুক হোসেনের ছেলে হৃদয় হাসান নয়ন (৩০) ও অশোক কুমারের ছেলে আনন্দ (৩০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, “রাত সাড়ে ৭টার দিকে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের সামনে বসেছিলেন নয়ন, আনন্দসহ তার বন্ধুরা।

যশোর জেনারেল হাসপাতালের ডা. অহেদুজ্জামান আজাদ বলেন, হাসপাতালে আনার পর তাকে অক্সিজেনসহ প্রয়োজনীয় সাপোর্ট দিলেও সানি তা রিসিভ করেনি। রাত পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। আহত নয়নের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

ওসি জানান, স্থানীয়রা সানিকে ব্যাপক মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সানিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর সানি মারা যায়।

পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানান ওসি অপূর্ব হাসান।

Print Friendly, PDF & Email
FacebookTwitter