ব্যাংকার্স ক্লাব এর ইনডোর স্পোর্টস টূর্ণামেন্ট-২০১৮ অনুষ্ঠিত

স্পোর্টাস ডেস্কঃ

আজ ২৬ শে অক্টোবর ২০১৮ ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড এর প্রথম ইনডোর স্পোর্টস টূর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১০টায় ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টূর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো: আহসান উজ-জামান।

ক্লাব সভাপতি মোহাম্মদ আবু জাফর সামসুদ্দিন, সাধারন সম্পাদক মো: রাশেদ আকতার, সিনিয়ির সহসভাপতি মো: ইমতিয়াজ উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন সহ বিভিন্ন ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, বাংলালিংক, সি-শেল হোটেল, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল ও ডেন্টাল ওয়ার্ল্ড এর সাথে ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড এর এমওইউ স্বাক্ষরিত হয়।

আগামী  ২৭ অক্টোবর ২০১৮ পর্যন্ত টূর্ণামেন্টের বিভিন্ন খেলা অনুষ্ঠিত হবে।

-এসএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter