মহেশখালীতে বিদ্যুৎ কেন্দ্র নির্মানে সমঝোতা স্বাক্ষর

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) চার হাজার চারশ’ কোটি মার্কিন ডলার বিনিয়োগে মহেশখালীতে একটি এলএনজি চালিত ৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আজ জেনারেল ইলেকট্রিক (জিই)’র সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

বিপিডিবি চেয়ারম্যান খালেদ মাহমুদ ও জিই পাওয়ার প্রেসিডেন্ট রাসেল স্টোকস এখানে বিদ্যুৎ ভবনে নিজ নিজ পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। বিপিডিবি পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী বাসসকে এ খবর জানান।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।

জিই-এর সুইজারল্যান্ড শাখা এ যৌথ মালিকানা উদ্যোগের ৩০ শতাংশের মালিক হবে। বিপিডিবি’র মালিকানা হবে ৫১ শতাংশ। বাকি ১৯ শতাংশ সম্ভাব্য বিনিয়োগকারীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় পাঁচ হাজার ছয়শ’ একর জমির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১৬শ’ কোটি মার্কিন ডলার এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৮শ’ কোটি মার্কিন ডলার।

-বাসস

Print Friendly, PDF & Email
FacebookTwitter