মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৮০

অনলাইন পিরোর্টঃ

রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৮০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ।

ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩৮৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি ৩৯০.২ গ্রাম ৩৭৬০ পুরিয়া হেরোইন, ৭ কেজি ৭০ গ্রাম ১৫ পুরিয়া গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল ও ১২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

০৯ আগস্ট, ২০১৮ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা করা হয়েছে।

-সূত্রঃডিএমপি

Print Friendly, PDF & Email
FacebookTwitter