রাবিতে দশম জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

রাবি প্রতিনিধিঃ

রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দশম জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপি এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ।

এসময় অন্যান্যের মধ্যে অলিম্পিয়াডের রাজশাহী অঞ্চলের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক এম জুলফিকার আলী, সদস্য-সচিব অধ্যাপক মনিরুল আলম সরকার, গণিতবিদ অধ্যাপক সুব্রত মজুমদার, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপি এই অলিম্পিয়াডে গণিত বিভাগের শিক্ষার্থী পলাশ ইসলাম ও ফলিত গণিত বিভাগের শিক্ষাথ আমিনুল ইসলাম যৌথভাবে প্রথম হন এবং গণিত বিভাগের মিজানুর রহমান দ্বিতীয় স্থান লাভ করেন।

-এসএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter