শাহবাগে অবরোধ, তীব্র যানজটের সৃষ্টি

 অনলাইন ডেস্কঃ

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা বাতিল করে মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদিত হওয়ার প্রতিবাদে শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

বুধবার রাত সাড়ে ৮টা থেকে এ অবরোধ কর্মসূচি শুরু হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে তারা শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়।  এসময় তারা ‘কোটা কোটা কোটা চাই, ৩০% কোটা চাই’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করতে বাঁচতে চাই’, ‘মুক্তিযুদ্ধের অপমান মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দেয়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিশ্ববিদ্যালয় শাখা। এরপর তাদের সঙ্গে অন্যেরাও যোগ দেন।

রাতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঢাবি শাখার সভাপতি আল মামুন বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা বাতিলের প্রতিবাদ এবং পুনরায় ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে রাস্তা অবরোধ করেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবির বিষয়ে সরকার থেকে সুস্পষ্ট বক্তব্য না দেয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবরোধ কর্মসূচি চালিয়ে যাবো।

এদিকে মুক্তিযোদ্ধা সন্তানদের অবরোধ কর্মসূচির কারণে শাহবাগের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ স্পটটির আশপাশে যানজট তৈরি হয়। ভোগান্তি দেখা দেয় যাত্রীদের।

রাত ১১টার দিকে আন্দোলনকারীদের আন্দোলনে সংহতি জানিয়ে তাদের রাস্তা ছেড়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করতে অনুরোধ করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

তারা সরকার থেকে সুস্পষ্ট ঘোষণা আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন। তারা শাহবাগে টানা অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

Print Friendly, PDF & Email
FacebookTwitter