শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা শুরু

অনলাইনঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার কার্যক্রম আনুষ্ঠানিক সুচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৮ টায় গণভবন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদেশে রওনা হন।

দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এরপর টুঙ্গিপাড়া এবং বিকাল ৩টায় কোটালীপাড়ায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। রাতে শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

কোটালীপাড়ায় জনসভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে তিনি ভোট চাইবেন। নির্বাচন সামনে রেখে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিবেন শেখ হাসিনা। পর্যায়ক্রমে আট বিভাগেই শেখ হাসিনার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।

তিনি আগামীকাল বৃহস্পতিবার সড়ক পথে ঢাকা ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ি রাস্তার মোড় (রাজবাড়ি জেলা), পাটুরিয়া ঘাট (আরোয়া ইউনিয়ন), মানিকগঞ্জ পৌরসভার বাসট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভারের জালেশ্বর মৌজার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করবেন।

-আরবি

Print Friendly, PDF & Email
FacebookTwitter