সংলাপ শেষে ওবায়দুল কাদের যা বললেন

অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টর নেতাদের সংলাপের পর্ব এই মাত্র শেষ হয়েছে। সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্র্রী ওবায়দুল কাদের সংলাপ সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

কাদের বলেন, তারা যে সাত দফা উপস্থাপন করেছেন, তা বেশিরভাগই মেনে নেয়া হয়েছে। ।  ঐক্যফ্রন্টোর নেতাদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, তারা লেভেল প্লেইং ফিল্ড চেয়েছেন। আমরা তা মেনে নিয়েছি। সেনা বাহিনীকে মেজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে কোন গণতান্ত্রিক দেশে নির্বাচন হয় না। স্টাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। নির্বাচনের সময় মন্ত্রী, সাংসদরা কোন সরকারি সুবিধা নিবেন না। 

রোড মার্চ. পদযাত্রা এগুলোতো গনতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের বিষয়। কিন্ত আন্দোলনের নামে নাশকতা করলে ছাড় নেই।

খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে জামিন চেয়েছেন, আমরা বলেছি, এই মামলাটি যারা করেছে তারা সেই তত্বাবধায়ক সরকার করেছে ২০০৭ সালে। এই মামলাটা আগেই নিস্পত্তি করা যেত। এখন আদালত যদি জামিন দেয় তাদের কিছু করার নেই।

উপদেষ্টা সরকারের বিষয়টি মেনে নেয়ার মত না। তাই মানা যায়নি। 

পরিশেষে জনাব কাদের বালেন, আলোচনার পরিবেশটা ছিল খুব ভাল। আমাদের নেত্রী খূব সুন্দর ভাবে আলোচনার পর্বটি শেষ করেন। 

 

Print Friendly, PDF & Email
FacebookTwitter