সদরঘাটে নৌকাডুবি, নিখোঁজ ২

অনলাইনঃ

রাজধানীতে নৌকাডুবির ঘটনায় দু’জন ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে সকাল ৭টার দিকে এ নৌ দুর্ঘটনা ঘটে। এর মধ্যেই ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ওই নদীতে উদ্ধার কাজ পরিচালনা করছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ মাহফুজ রিদেন বলেন, ‘সকালে নৌকাডুবির ঘটনায় দু’জন নিখোঁজ আছেন। বাকিরা সাঁতার কেটে পাড়ে উঠতে পেরেছেন। আমাদের দু’টি ইউনিট উদ্ধারকাজ শুরু করেছে।’

তিনি আরো বলেন, ‘ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার থেকে ডুবুরি দল ও সদরঘাট কেবিন ক্রুজার বোট দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।’ তবে তাৎক্ষণিক ভাবে নিঁখোজদের পরিচয় জানা যায় নি।

/বি

Print Friendly, PDF & Email
FacebookTwitter