সাকিবকে নির্বাচনে মানা, খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ

অনলাইন ডেস্কঃ

অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান আওয়ামী লীগের নির্বাচনে অংশ গ্রহনের জন্য মনোনয়ন ফরম তুলছেন বলে গতকাল দুপুরে দলটির পক্ষ থেকে জানানো হলেও রাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে ভিন্ন বার্তা এসেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে (সাকিব) খেলা চালিয়ে যেতে বলেছেন বলে জানা গেছে।

সাকিব ও মাশরাফি বিন মর্তুজা একাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে আজ রবিবার মনোনয়ন ফরম সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছিলেন বলে দুপুরে জানান দলটির উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, তারা (মাশরাফি ও সাকিব) আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করে জানিয়েছেন, রবিবার মনোনয়ন ফরম তুলবেন তারা।

মাশরাফি নড়াইল এবং সাকিব মাগুরা থেকে নির্বাচনে অংশ নিতে চান বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়। পরে রাতে সাকিব গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে বলেছেন, সামনে বিশ্বকাপ আছে। তুমি খেলা চালিয়ে যাও।

তবে মাশরাফি আজ রবিবার মনোনয়ন ফরম তুলতে পারেন বলে সূত্র জানিয়েছে।

-আরবি

Print Friendly, PDF & Email
FacebookTwitter