সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ১০ বছর সাজা

অনরাইনঃ

দুর্নীতির মামলায় ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ লাখ টাকা করে জরিমানাও করেছেন আদালত। আজ বুধবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এই রায় দেন।

দণ্ডিত অপর আসামিরা হলেন বনানীর ঢাকা সিটি করপোরেশনের সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও পার্কিং স্থানের ব্যবস্থাপক এ এইচ এম তারেক। সাদেক হোসেন খোকা পলাতক। অপর তিন আসামি জামিনে থাকলেও আজ তাঁরা আদালতে হাজির হননি। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন রেজাউল করিম।

মামলায় বলা হয়েছে, ঢাকা সিটি করপোরেশনের মেয়র থাকাকালে সাবেক এই মেয়রের বিরুদ্ধে অপর তিন আসামির সঙ্গে পরস্পর যোগসাজশে মোট ৩৭ লাখ ১৯ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগ আসে। বনানীর ওই মার্কেটের বেসমেন্টে কার পার্কিংয়ের ইজারার অর্থ আত্মসাৎ করেন। ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি দুদক শাহবাগ থানায় এই মামলা করে। তদন্ত করে ওই বছরের ৭ নভেম্বর খোকাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।

এর আগে ২০১৫ সালের ২০ অক্টোবর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের আরেক মামলায় সাদেক হোসেন খোকার ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায়ে সাদেক হোসেনের ১০ কোটি ৫ লাখ ২১ হাজার ৮৩২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করে তা রাষ্ট্রের অনুকূলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

-আরবি

Print Friendly, PDF & Email
FacebookTwitter