লাইফস্টাইলঃ

কিউ২-২০২৩ এর সাফল্য উদযাপনের অংশ হিসেবে সেরা বিউটিশিয়ানদের পুরস্কৃত করেছে রমণী।

ইভেন্টে, টেলিডক্টর কনসালটেন্ট সার্ভিস এবং প্রতি বছর ৪ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত বীমা সুবিধা প্রদানেরও ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

সম্প্রতি আয়লান্তো বুফে রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রমণী’র এমডি তারেক ইবনে হায়দার, সিটিও আবিদুর রহমান মল্লিক সহ মার্কেটিং ও অপারেশনস টিম লিড এবং রমণীর ৩০ জন সেরা বিউটিশিয়ান।

-শিশির

Print Friendly, PDF & Email
FacebookTwitter