২১ আগস্টে খালেদা-তারেক আমাকে হত্যা করতে চেয়েছিল

অনলাইন ডেস্কঃ

২১ আগস্ট গ্রেনেড হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ষড়যন্ত্র করে আমাকে হত্যা করতে চেয়েছিল। এরা খুনী পরিবার।

রোববার মাদারীপুর জেলার শিবচর উপজেলার, কাঁঠালবাড়ি ফেরিঘাটে শিবচর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের জিয়া পুরস্কৃত করেছেন, জিয়া খুনি, জিয়া পরিবার খুনী পরিবার এতে কোনো সন্দেহ নেই। খালেদা জিয়া, তারেক জিয়া ২১ আগস্ট বোমা হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছিল আল্লাহ আমাকে বাঁচিয়েছে।

তিনি আরো বলেন, দুর্নীতি, মানি লন্ডারিং করতে গিয়ে তারেক, কোকো ধরা খেয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে খালেদা-তারেক জড়িত। যে খালেদা জিয়া ১২ টার আগে ঘুম থেকে উঠেন না সেদিন তিনি পরামর্শে সকাল ৭ টার মধ্যে ক্যান্টনমেন্টের বাসা থেকে পালিয়ে কোথায় গিয়েছিলেন তিনি? বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গেও বিএনপি জামায়াত জড়িত, তারও বিচার হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কামাল হোসেন আমাদের নৌকা থেকে নেমে ধানের শীষের মুঠো ধরেছেন, কিন্তু ধানের শীষে ধান নেই, আছে শুধু চিটা।

একাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, নৌকা মার্কা মানে উন্নয়ন। নৌকা মার্কা মানে শিক্ষা, নৌকা মার্কা মানে বাংলার মানুষের খেয়ে পড়ে বেঁচে থাকা। কাজেই আপনারা নৌকায় ভোট দিন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের সেবা করাই আমাদের লক্ষ্য। ২০২১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার লক্ষ্য নিয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করছি।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী প্রমুখ।

-আরবি

Print Friendly, PDF & Email
FacebookTwitter