৩ ম্যাচে ২টি সেঞ্চুরি তামিমের

স্পোর্টস ডেস্কঃ

আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে হাসেনি তামিম ইকবালের ব্যাট। ফর্মে ফিরতে ঈদের ছুটির মধ্যেও ঘাম ঝরিয়েছেন মিরপুরের নেটে। পরিশ্রমটা কাজে লাগছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে।

তিন ম্যাচের সিরিজে দুটি সেঞ্চুরি পেলেন এ বাঁহাতি ওপেনার।

শনিবার সেন্ট কিটসে সিরিজের শেষ ম্যাচে তামিম ১২০ বলে ছুঁয়েছেন তিনঅঙ্ক। এটি তামিমের ১১তম ওয়ানডে সেঞ্চুরি। পরে আর ৩ রান যোগ করে সাজঘরে ফেরেন এ ওপেনার।

৩৮.৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২০০ রান।

গায়নায় সিরিজের প্রথম ম্যাচে ১৩০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তামিম। পরের ম্যাচে করেন ৫৪ রান। তৃতীয় ম্যাচে শতকের ইনিংসটি ৭ চার ও ২ ছক্কায় সাজানো।

তিন ম্যাচের সিরিজে এর আগেও একবার দুটি সেঞ্চুরি করেছিলেন তামিম। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে দুটি সেঞ্চুরি ও একটি ফিফটি করেন এ বাঁহাতি। সেবার তিন ম্যাচে করেছিলেন ৩১২ রান। এবার থামলেন ২৮৭ রানে।

তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটি বাবর আজমের। এ পাকিস্তানি ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন সেঞ্চুরিতে করেছিলেন ৩৬০ রান।

কেবি

Print Friendly, PDF & Email
FacebookTwitter