অপ্রাপ্তবয়স্ক ড্রাইভারদের গ্রেফতারের নির্দেশ

অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ ও বিআরটিসিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিয়ে একটি সভা হয়।

ঢাকা শহরের গণপরিবহনের অব্যবস্থাপনা বিষয়ক ওই সভায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে বিআরটিএ এবং ডিএমপিকে।

এই নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর মধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্টদের বৈঠকে ডেকে অপ্রাপ্তবয়স্ক-অবৈধ চালকদের ধরার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে দেশে লাইসেন্সপ্রাপ্ত চালকের সংখ্যা ১৮ লাখ ৯০ হাজার ৩৩২ জন। তবে নিবন্ধিত গাড়ি রয়েছে ৩৫ লাখ ৩৬ হাজার ৩৭০টি।

বাংলাদেশে সনদধারী চালকের চেয়ে গাড়ির সংখ্যা বেশি; ফলে অনেক গাড়িই চালাচ্ছেন সনদহীন চালকরা।

দেশের সড়ক দুর্ঘটনার জন্য প্রশিক্ষণহীন এই চালকদেরই অনেকাংশে দায়ী করা হয়ে থাকে।

ঢাকার সড়কে বিশেষ করে ফার্মগেইট এলাকায় ইন্দিরা পরিবহন নামের হাজার হাজার অনিবন্ধিত টেম্পুগুলোতে অপ্রাপ্তবরয়স্ক চালক দেখা যায়।

এই ইন্দিরা পরিবহন এতই বেপরোয়া টেম্পু পার্কিং করায় ফার্মগেইট এলাকায় পা ফেলার মত জায়গা থাকে না। ইন্দিরা পরিবহন নিয়ন্ত্রণ করছেন এলাকারই বড়ভাইয়েরা।

-আরবি

Print Friendly, PDF & Email
FacebookTwitter