আটোয়ারীতে জুয়া খেলার দায়ে ৮ জন আটক

আটোয়ারীতে জুয়া খেলার দায়ে ৮ জন আটক

মনোজ রায় হিরু, আটোয়ারী, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ এক অভিযান পরিচলনা করে জুয়া খেলার সামগ্রী সহ ৮ জুয়ারীকে আটক করে আদালতে পাঠিয়েছে।

মঙ্গলবার মধ্য রাতের পর উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার এলাকার জনৈক করিম হাজীর নির্মানাধীন গুদামঘরে জুয়া খেলার সময় জুয়ার সামগ্রী, নগদ সাড়ে তিন হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোন সহ ধৃতদের হাতে নাতে আটক করে পুলিশ।

সাব ইনস্পেক্টর প্রহল্লাদ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচলনা করে পুলিশ। আটককৃতরা হলেন আটোয়ারীর বলরামপুর ইউনিয়নের সাতখামার এলাকার মৃতঃ মোঃ শামসুল হকের পুত্র মোঃ সালাম(৩২), মৃতঃ আব্বাস আলীর পুত্র মনজু রহমান (২৬) ও মোঃ আবুল কালামের পুত্র মোঃ সুমন(৩০) এবং সুদুর বগুড়া জেলার সোনাতলা উপজেলার সুজায়েতপুর এলাকার মোঃ বুলু ব্যাপারীর পুত্র মোঃ মিঠু ব্যাপারী(৩০) ও মৃতঃ মোঃ মোজাম্মেলের পুত্র মোঃ দেলোয়ার (৫০) এবং একই উপজেলার চামোরপাড়া এলাকার মোঃ টুকু মন্ডলের পুত্র মোঃ মিলন(৪২), মৃতঃ টুকু মন্ডলের পুত্র মোঃ মিঠু মন্ডল (৩৫) ও মৃতঃ মোঃ ইসাহাক প্রামাণিকের পুত্র মোঃ মাহাবুব রহমান। আটক জুয়ারীদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩/৪ ধারায় এবং করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার লাভের সম্ভাবনা রয়েছে জ্ঞাত সত্ত্বেও এরুপ বিদ্বেষপূর্ণ কাজ করার অপরাধে পেনাল কোড ২৭০/২৭১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বুধবার (১৮ আগষ্ট) সকালে আটক সকলকে আদালতে পাঠানো হয়েছে, এমনটি জানান আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন।

-শি

Print Friendly, PDF & Email
FacebookTwitter