আবারও আগুন! গুলশান ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ড

অনলাইনঃ
গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে এই মার্কেটের কাঁচাবাজার অংশে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন মেজর শাকিল নেওয়াজ সাংবাদিকদের বলেন, ‘কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখানে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই।

আগের ঘটনার পর এ ব্যাপারে ব্যবস্থা নিতে ৩ থেকে ৪ বার মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়। কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি।’

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। তাদের সাথে সেনা, নৌ ও বিমানবাহিনী যোগ দিয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে প্রথমে তাদের ১১টি ইউনিট কাজ শুরু করে। এরপর একে একে আরও ইউনিট এসে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

Print Friendly, PDF & Email
FacebookTwitter