আয়া সোফিয়ায় ৮৬ বছর পর ঈদের নামাজ অনুষ্ঠিত

আয়া সোফিয়ায় ৮৬ বছর পর ঈদের নামাজ অনুষ্ঠিত

মিলি সুলতানাঃ

তুরস্কের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে ৮৬ বছর পর ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

১৯৩৪ সালে অর্থ্যাৎ আজ থেকে ছিয়াশি বছর আগে তুরস্কের আয়া সোফিয়া মসজিদকে জাদুঘরে রুপান্তরিত করা হয়েছিলো।

ওসমানী খেলাফতের বিলুপ্তি ঘটলে ৪৮১ বছর পর ১৯৩৪ সালের ২৪ নভেম্বর কামাল আতাতুর্কের মন্ত্রিপরিষদ পশ্চিমা খ্রিস্টান বিশ্বকে খুশি করতে মসজিদটিকে জাদুঘরে পরিণত করে।

তারপর ৮৬ বছর পর হল এক ঐতিহাসিক পরিবর্তন। জাদুঘর থেকে মসজিদে রুপান্তরিত হওয়া আয়া সোফিয়ায় অনুষ্ঠিত হলো ঈদুল আজহার নামাজ।

গত ১১ জুলাই তুরস্কের সুপ্রিম কোর্ট ১৯৩৪ সালের নভেম্বরে কামাল আতাতুর্কের জাদুঘর করার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে আবার তা মসজিদে রূপান্তরের নির্দেশ দেয়।
পরে ২৪ জুলাই জুমার নামাজের মধ্য দিয়ে ফের সেখানে নামাজ শুরু হয়।

তুরস্ক সরকারের এই সিদ্ধান্তকে মুসলিম জনগোষ্ঠীর ঐতিহাসিক বিজয় হিসেবে মনে করা হচ্ছে। মুসল্লিদের জন্য ওয়ান-টাইম জায়নামাজ, জীবাণুনাশক, মাস্ক এবং পানি সরবরাহ করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।যারা মসজিদে জায়গা না পেয়ে বাইরে অবস্থান নিয়ে নামাজ আদায় করেছেন তাদের জন্য বড় ডিজিটাল স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছিল।

মুসল্লিরদের প্রত্যেককে রূপার তৈরি স্মারক উপহার দেয়া হয়। তুরস্কের আয়া সোফিয়া মসজিদকে ধরণীর বেহেশত মসজিদ বলা হয়।

-শিশির

Print Friendly, PDF & Email
FacebookTwitter