আরও ৫ টি মেডিকেল কলেজ স্থাপন হচ্ছে

অনলাইন ডেস্কঃ

দেশে চার জেলায় চারটি নতুন মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নাসিম।

স্বাস্থ্যমন্ত্রী জানান, উত্তর বঙ্গের নওগাঁ, নেত্রকোণা, মাগুরা ও নীলফামারীতে চার মেডিকেল কলেজ হবে।

এবং চাঁদপুরে মেডিকেল কলেজ করার আরেকটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, আসন্ন ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই আড়াইশ শিক্ষার্থী নতুন অনুমোদিত চার মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব মো. সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশে সরকারি মেডিকেল কলেজ আছে ৩১টি। নতুন এ ৫টি তৈরি হওয়ার পর সরকারি মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩৬টি।

আরবি

Print Friendly, PDF & Email
FacebookTwitter