আসামী ছিনিয়ে নেওয়া জঙ্গিরা যে কোন সময় গ্রেপ্তার

আসামী ছিনিয়ে নেওয়া জঙ্গিরা যে কোন সময় গ্রেপ্তার

আইন আদালতঃ
আদালত চত্বরে পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে মেরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িতরা সবাই নজরদারিতে রয়েছেন বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন-অর-রশীদ।

যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদ বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। জঙ্গি ছিনতাইয়ে জড়িত সবাই নজরদারিতে রয়েছেন। যেকোনো সময় তাদের গ্রেপ্তারে আমরা সক্ষম হব। তারা যাতে পালাতে না পারে সেজন্য ইতোমধ্যে পুলিশ প্রধান সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছেন।

মামলাটি পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

হারুন-অর-রশীদ বলেন, গত রোববার মোহাম্মদপুর থানার একটি মামলায় মোট ১২ জন জঙ্গি আসামিকে আদালতে নেওয়া হয়। সেখান থেকে চার জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এর মধ্যে দুজনকে অন্য জঙ্গিরা নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের চোখে-মুখে পিপার স্প্রে ছিটিয়ে ছিনিয়ে নিয়ে যায়।

-আরপি

Print Friendly, PDF & Email
FacebookTwitter