ইভ্যালিকাণ্ডে তাহসান, মিথিলা ও শবনমকে অব্যাহতি

ইভ্যালি কাণ্ডে তাহসান, মিথিলা ও শবনমকে অব্যাহতি

বিনোদনঃ

ইভ্যালির গ্রাহকের করা মামলায় কণ্ঠশিল্পী তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম হাসিবুল হকের আদালত এ মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।

এ মামলার অভিযুক্তরা হলেন- ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন, ইভ্যালির ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন এবং প্রতিষ্ঠানটির ক্যাটাগরি প্রধান মোহাম্মদ আবু তাহের।

প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ২১ নভেম্বর আদালতে তাহসান, মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের নামে মামলার আবেদন করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রাজধানীর ধানমন্ডি থানাকে মামলার অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

সাদ স্যাম রহমান তার অভিযোগে উল্লেখ করেন, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতি এবং বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে আস্থা রেখে প্রতিষ্ঠানটি থেকে পণ্য কিনতে বিনিয়োগ করেন তিনি।

তার বিনিয়োগ করা টাকার পরিমাণ তিন লাখ ১৮ হাজার টাকা, যা তিনি এখনো উদ্ধার করতে পারেননি। এ তারকাদের কারণেই তিনি প্রতারিত হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।

-টিপু

Print Friendly, PDF & Email
FacebookTwitter