ঈদুল আযহার ছুটি কয়দিন?

অনলাইন ডেস্কঃ

মুসলিম উম্মাহর দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ঈদুল আযহা হিজরি জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ বা ২৩ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে।  আর এই উপলক্ষে পাঁচদিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ।

এবার জিলকদ মাস ২৯ দিন ধরে ঈদুল আজহার ছুটি নির্ধারণ করে তালিকা তৈরি করা হয়েছে। জিলহজ মাস শুরু হবে ১৩ আগস্ট।

এ তালিকা অনুযায়ী ঈদুল আজহা উদযাপিত হবে ২২ আগস্ট। এ ক্ষেত্রে সরকারি ছুটি থাকবে ২১, ২২ ও ২৩ আগস্ট। এরপর ২৪ ও ২৫ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিন। তাই মোট ছুটি দাঁড়ায় পাঁচদিন।

তবে, ২৯ জিলকদ সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে হজের মাস জিলহজ শুরু হবে ১৪ আগস্ট। ঈদুল আজহা একদিন পিছিয়ে হবে ২৩ আগস্ট। সে ক্ষেত্রে সরকারি ছুটি থাকবে ২২, ২৩ ও ২৪ আগস্ট।

২৪ আগস্ট ঈদের ছুটির একদিন পড়বে সাপ্তাহিক ছুটির মধ্যে। এরপর ২৫ আগস্ট শনিবার আরও একদিন সাপ্তাহিক ছুটি থাকবে। এ ক্ষেত্রে মোট ছুটি দাঁড়াবে চারদিন।

দুই ঈদের তিনদিনের ছুটির ক্ষেত্রে ঈদের দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন থাকে নির্বাহী আদেশে ছুটি।

-আরবি

Print Friendly, PDF & Email
FacebookTwitter