ঈদের ফুটবল খেলায় সংঘর্ষ, নিহত ২

অনলাইন  ডেস্কঃ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র গ্রামের দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।

আজ শুক্রবার দুপুরে উপজেলার কাটাখাল ইউনিয়নের চর কাটাখাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চর কাটাখাল গ্রামের আক্তার হোসেন (৪৫) এবং জয়নাল মিয়া (৫০)।

কাটাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘ঈদ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে চর কাটাখাল গ্রামের মানুষ ফুটবল খেলার আয়োজন করে। খেলা চলার একপর্যায়ে দুইপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে এ নিয়ে গ্রামের দুটি পক্ষের লোকজন নিজেদের মধ্যে হাতাহাতিতে লিপ্ত হয়।’

এই বিরোধ মীমাংসার জন্য আজ শুক্রবার সকাল ১১টায় চর কাটাখাল গ্রামে সালিশ বসে বলে জানান ইউপি চেয়ারম্যান। তিনি আরো জানান, সালিশ চলার একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন। দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীমুল হক বলেন, আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে আক্তারকে মৃত ঘোষণা করা হয়।

আহতদের অনেকের অবস্থার অবনতি হওয়ায় তাদের কিশোরগঞ্জ জেলা সদরের আড়াইশ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। সেখানে সন্ধ্যা ৭টায় জয়নাল মারা যান বলে জানান ওসি।

পুলিশ আরো জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে মামলা হবে।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র গ্রামের দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।

আজ শুক্রবার দুপুরে উপজেলার কাটাখাল ইউনিয়নের চর কাটাখাল গ্রামে এ ঘটনা ঘটে।

Print Friendly, PDF & Email
FacebookTwitter