ঈদে নিজস্ব পরিবহন ব্যবস্থায় বাড়ি যাওয়া যাবে

ঈদে নিজস্ব পরিবহন ব্যবস্থায় বাড়ি যাওয়া যাবে

অনলাইনঃ

সরকারের নির্দেশনা ছিলো ঈদে কেউ শহর ছেড়ে গ্রামের বাড়ি যেতে পারবেন না। সেই নির্দেশনা উপেক্ষা করেও গ্রামের দিকে ছুটছেন সাধারণ মানুষ।

তবে তাদের ঢাকা ছাড়তে নানা পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছে। ফেরি চলাচল বন্ধ করায় মাঝপথ থেকে ফিরে আসতে হয়েছে অনেককে।

২১ মে, বৃহস্পতিবার রাতে হঠাৎ সিদ্ধান্ত হয়েছে ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়িতে ফিরতে চান তারা নিজস্ব পরিবহন ব্যবস্থায় বাড়ি ফিরতে পারবেন।

বৃহস্পতিবার সরকারের উচ্চমহল থেকে পুলিশকে এ ধরনের একটি মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ছুটিতে জরুরি কাজের জন্য কেউ যদি গ্রামের বাড়ি ফিরতে চায় তাহলে পুলিশ যেন তাদের অনুমতি দেয়। তাদের যেন খুব বেশি হয়রানি বা প্রশ্নোত্তরের শিকার না হতে হয়। তবে গণপরিবহন চলবে না।

নির্দেশনা মোতাবেক গাবতলীতে পুলিশের দুটি চেকপোস্ট ‘ইন’ও ‘আউটে’র ক্ষেত্রে তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন মিরপুর ডিভিশনের দারুস সালাম জোনের এডিসি মাহফুজা আফরোজ লাকী।

পুলিশ কর্মকর্তা লাকী জানান, আমরা নির্দেশনা পেয়েছি। রাত ১০টার দিকে চেকপোস্ট উঠিয়ে নেয়া হয়েছে।

তিনি বলেন, গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। কেউ যদি মাইক্রোবাস ও প্রাইভেট কার নিয়ে ঢাকা থেকে বের হয় বা প্রবেশ করে তাতে বাধা নেই। হেঁটে গেলেও বাধা নাই।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter