উখিয়ার গহীন জঙ্গলে অস্ত্র ও সামরিক পোষাক উদ্ধার

অনলাইনঃ
কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল গহীণ অরণ্যে উখিয়া অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র, গোলাবারুদসহ বিপুল পরিমাণ সামরিক বাহিনীর মতো পোশাক উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে এসব অস্ত্র সামগ্রী উদ্ধার করা হয় বলে জানান উখিয়া থানা পুলিশের ওসি আবুল মনসুর। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ওসি জানান, উপজেলার দুর্গম এলাকা হলদিয়া ইউনিয়নের বড়বিল গ্রামটি অনেকটা সন্ত্রাসীদের আস্তানা হিসেবে খ্যাত।

বিশেষ করে এলাকাটি পার্বত্য অঞ্চলের নিকটবর্তী হওয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের বিচরণ ছিল এই গ্রামে। স্থানীয়দের গোপন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে এসআই মুর্শেদ, এএসআই শামীমসহ একদল পুলিশ ঘটনাস্থল হলদিয়া উত্তর বড়বিল এলাকায় অভিযানে যায়।

এ সময় পাহাড়ি অঞ্চলের বাঁশঝাড়ের ভেতরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৪টি দেশীয় অস্ত্র, কার্তুজ রাইফেল ৪টি, দেশীয় অস্ত্রের কার্তুজ ২টি, আনসার পোশাক ৩ সেট, সামরিক বাহিনীর পোশাকের ন্যায় ২ সেট, আনসার ক্যাপ ৪টি, বেল্ট ১ জোড়া, পিটি শো ১ জোড়া ও ৩ জোড়া মোজা উদ্ধার করা হয়।

ওসি আবুল মনসুর আরো জানান, এ ঘটনায় সন্ত্রাসীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে এখনো পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter