উপকূলের কাছাকাছি ধেয়ে আসছে ফণী

অনলাইনঃ
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ফণী ধীরে ধীরে উপকূলের কাছাকাছি আসছে।

তার প্রভাবে শুক্রবার ভোর রাত থেকেই বরিশাল ও খুলনা অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে।

বৃহস্পতিবার রাতে আবহাওয়া অফিস জানায়, খুলনা ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় শুক্রবার সকাল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’-এর অগ্রবর্তী অংশের প্রভাব শুরু হবে।

এদিকে ফণী’র প্রভাব থেকে রক্ষা পেতে উপকূলীয় এলাকার মানুষেরা দল বেঁধে ছুটছে নিরাপদ আশ্রয়ে। গভীর সমুদ্র থেকে তীরে ফিরতে শুরু করেছে মাছধরার ট্রলার ও নৌকা। কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র অঞ্চলেও বৃহস্পতিবার রাত থেকে একই চিত্র দেখা গেছে।

বৃহস্পতিবার রাতে আবহাওয়া অফিস বিশেষ বিজ্ঞপ্তিতে জানায়, ঘূর্ণিঝড় ফণী বৃহস্পতিবার রাত নয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত ও উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকেল নাগাদ ভারতের ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। পরবর্তীতে ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূল হয়ে সন্ধ্যা নাগাদ খুলনা ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকায় পৌঁছাতে পারে ‘ফণী’।

Print Friendly, PDF & Email
FacebookTwitter