একজনের গোপনীয়তায় ১৭ লাখ মানুষ লকডাউনে

সাউথ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের একটি পিৎজা শপে

করোনা সংবাদঃ
পিৎজা শপের একজনের গোপনীয়তায় অস্ট্রেলিয়ার ১৭ লাখ মানুষ লকডাউনে। সাউথ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের একটি পিৎজা শপের এক কর্মী করোনায় আক্রান্ত হয়েও বিষয়টি গোপন করে কর্মস্থলে কাজ করে যাচ্ছিলেন।

এসময় কাস্টমাররাও তার সংস্পর্শে আসে। পরে বিষয়টি প্রকাশ হলে পুরো সাউথ অস্ট্রেলিয়া রাজ্যে বাধ্যতামূলক লকাডাউন দিয়েছে প্রশাসন।

মুখ্যমন্ত্রী স্টিভেন মার্শাল জানিয়েছেন, আগামী ৬ দিন লকডাউন কার্যকর থাকবে। তবে করোনা নিয়ে এমন অবহেলায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

স্টিভেন মার্শাল বলেন, ‘এক ব্যক্তির কর্মকাণ্ডে আমরা একেবারেই হতাশ। আপনারা দেখতেই পাচ্ছেন তার মিথ্যা কথার কি পরিণতি হলো। তবে এই ঘটনা আরো গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’

-কেআর

Print Friendly, PDF & Email
FacebookTwitter