এডিস ঠেকাতে আসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা

আন্তর্জাতিকঃ

এডিস মশার বিস্তার ঠেকাতে বিশেষ প্রযুক্তিতে উৎপাদিত বন্ধ্যা মশা ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশকে সহায়তা করবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার একদল বিশেষজ্ঞ।

যৌথ এই দলটি আগামী ২১ থেকে ২৩ আগস্ট বাংলাদেশে অবস্থান করবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ জানানো হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহায়তায় ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস উদ্যোগী হওয়ার পর বিশেষজ্ঞ দলটিকে বাংলাদেশে পাঠাতে সম্মত হয় আইএইএ।

এই পদ্ধতিতে কীটপতঙ্গের বংশ বিস্তার নিয়ন্ত্রণ করার প্রযুক্তিকে বলা হয় ‘স্টেরাইল ইনসেক্ট টেকনিক’। এই পদ্ধতিতে পুরুষ মশাকে তেজস্ক্রিয় রশ্মির মাধ্যমে বন্ধ্যা করে ছাড়া হবে প্রকৃতিতে। এর ফলে স্ত্রী মশা ডিম পাড়লেও তা নিষিক্ত হবে না। ফলে নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু জ্বরের ভাইরাস বহনকারী এডিস মশার বংশবিস্তার।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter