এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধসে চীনা নাগরিকসহ ৪ জন আহত

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধসে চীনা নাগরিকসহ ৪ জন আহত

অনলাইনঃ
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন চীনা নাগরিক বলে জানা গেছে।

রবিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আহত চারজনকে পঙ্গু হাসপাতাল ও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের অবস্থা গুরুতর।

পুলিশ জানিয়েছে সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর গোলচত্বরের পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শ্রমিকেরা কাজ করছিলেন। হঠাৎ গার্ডার ভেঙে পড়ে এ ঘটনা ঘটে। গার্ডারটি কেন ধসে পড়ল, সে বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীসূত্র জানা গেছে, হঠাৎ বিকট শব্দের পর তারা ধুলো উড়তে দেখেন। পরে বুঝতে পারেন যে নির্মাণাধীন গার্ডার ভেঙে পড়েছে।

আরও পড়ুন:

দুর্ঘটনার পর ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস, নিরাপত্তা কর্মী ও পুলিশ। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিআরটিএ কর্মকর্তারা।

-বিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter