ঐক্যফ্রন্টের নির্বাচনের ফল প্রত্যাখ্যান

অনলাইনঃ
আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। একই সঙ্গে তারা নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে।

রোববার রাত ৮টায় এক বেইলি রোডে জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

এসময় ড. কামাল বলেন, ‘দেশের বিভিন্ন জায়গা থেকে একই রকম থেকে ভোট ডাকাতির খবর এসেছে। বিভিন্ন দলের শতাধিক প্রার্থী ভোট বর্জন করেছেন। এমন অবস্থায় আমরা নির্বাচন কমিশনের কাছ আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এ প্রহসনের নির্বাচন বাতিল করা হোক, এ নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।’

Print Friendly, PDF & Email
FacebookTwitter