ওবায়দুল কাদেরের নামে ফেসবুকে নকল আইডি

ওবায়দুল কাদেরের নামে ফেসবুকে নকল আইডি

অনলাইনঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নামে ফেক আইডি থেকে উদ্দেশ্যমূলকভাবে প্রচারিত বক্তব্য, ছবি বা অন্য কোনো কনটেন্ট থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে অনুরোধ জানানো হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র নামে ফেসবুকে অনেকগুলো ফেক আইডি থেকে অনেকে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে, যা আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ।

এছাড়াও বলা হয়, ওবায়দুল কাদের যে ফেসবুক আইডি ব্যবহার করছেন সেটি ভেরিফায়েড আইডি। ভেরিফায়েড আইডি ছাড়া অন্য সব ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য, ছবি বা অন্য কোনো কনটেন্ট থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে অনুরোধ জানানো হয়।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter