করোনার চোবলে ইরানী এমপি’র মৃত্যু

আন্তর্জাতিকঃ

করোনাভাইরাস বা কভিড-19 এ আক্রান্ত হয়ে ইরানের একজন সংসদ সদস্যের মৃত্যু হয়েছে। কয়েক দিন আগেই করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন মোহাম্মদ আলি রামাজানি দস্তাক নামের ওই এমপি। ইরানের একটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে।

ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান-ইরাক যুদ্ধের সময় পাওয়া রাসায়নিক আঘাত ও ভাইরাসজনিত সর্দি জ্বরে তাকে হাসপাতালে নেয়া হলে শনিবার সকালে তার মৃত্যু হয়।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৫৯৩ জন। তবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে করোনায় আক্রান্ত হয়ে ২১০ জনের মৃত্যু হয়েছে। যদিও তেহরান ওই প্রতিবেদন অস্বীকার করেছে।

ইরানি কর্তৃপক্ষ করোনার তথ্য লুকাচ্ছে বলে এর আগে অভিযোগ ওঠে। ইরান পর্যাপ্ত তথ্য সরবরাহ করছে না বলে উদ্বেগ প্রকাশও যুক্তরাষ্ট্র।

তবে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জোরারোপ করে বলেন, তার সরকার স্বচ্ছ আছে এবং বিবিসি মিথ্যা ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Print Friendly, PDF & Email
FacebookTwitter