করোনা: দেশে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ১১

দেশে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ১১

করোনা সংবাদঃ
২৪ ঘণ্টায় দেশে আরও ১০৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। দেশে ২৪ ঘণ্টায় এটাই সর্বোচ্চ শনাক্ত।

এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬৯১ জনে। মৃত্যু হয়েছে নতুন করে আরো ১১ জনের। দেশে মৃত্যুও আজ সর্বোচ্চ। এখন পর্যন্ত মারা গেছেন মোট ২৩৯ জন।

১১ মে, সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭২৬৭টি ৩৭ টি মোট ল্যাব থেকে। পরীক্ষা করা হয়েছে আরো ৭২০৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ১০৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ২৩৬ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬৫০ জন।

বিনামূল্যে ৪৪ বুথে করোনা শনাক্তের নমুনা সংগ্রহ চলছে

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা সোমবার, ১১ মে পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৩ হাজার ৯৯২ জনে।
-ডিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter