কর্পোরেট ট্যাক্সে ছাড় চান ব্যবসায়ীরা

কর্পোরেট ট্যাক্সে ছাড় চান ব্যবসায়ীরা

ঢাকা:আসন্ন অর্থবছরের বাজেটে কর্মসংস্থান, অর্থ প্রবাহ ও বিনিয়োগনীতির পাশাপাশি তিন বছরের পরিকল্পনা মাথায় রেখে ২৫ শতাংশ কর্পোরেট ট্যাক্স বাস্তবায়নে মত দিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার রাতে বেসরকারী টেলিভিশন চ্যানেল নাইনের আয়োজনে বাজেট পুর্ব আলোচনা সভায় মন্ত্রী, অর্থনীতিবিদের অংশগ্রহনে আলোচনায় ব্যবসায়ীদের এমন দাবি আসে।

সাংবাদিক চয়ন রহমানের উপস্থাপনায় চ্যানেল নাইনের এই বাজেট পূর্ববর্তী মেগা শো “আমাদের বাজেট” অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বানিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

এছাড়াও আসন্ন ২০২০-২১ অর্থ বছরের বাজেট এর রূপরেখা শীর্ষক এই অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডি এর সম্মানীত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাক এর চেয়ারপার্সন ড.হোসেন জিল্লুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড.এ. বি. মির্জ্জা মোঃ আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক এর সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংক এর সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বিশ্ব ব্যাংক এর লিড ইকোনমিস্ট, ড. জাহিদ হোসেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ, বিআইডিএস এর মহাপরিচালক কে এ এস মুর্শিদ, এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

এছাড়াও ছিলেন শেখ ফজলে ফাহিম, প্রেসিডেন্ট,এফবিসিসিআই, ড. রুবানা হক,সভাপতি, বিজিএমইএ এবং অধ্যাপক ডা.রশিদ ই মাহবুব, সাবেক সভাপতি,বিএমএ।

এ অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি রুবানা হক ডলার প্রতি অতিরিক্ত পাঁচ টাকা দেয়ার প্রস্তাব জানিয়ে তিনি প্রতি মাসে রিটার্ন দাখিলের বিধান বাতিলের আহবান জানান। এছাড়াও এ খাতে সহজ শর্তে ঋণ দেয়ার বিধান আসছে বাজেটে অর্ন্তভুক্তির দাবি জানান।

আলোচনায় অংশ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি’র সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্রাকের সম্মানিত চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান, ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর এবি এম মির্জা আজিজুল ইসলাম স্বাস্থ্যখাতে অধিক গুরুত্ব দেয়ার পাশাপাশি নগরের নতুন দরিদ্রদের সামাজিক নিরাপত্তা খাতে অর্ন্তভুক্তির আহবান জানান।

কেন্দ্রীয় ব্যাংকের দু’জন সাবেক গভর্ণর ডক্টর আতিউর রহমান ও ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, ব্যাংকিং খাতের উপর সরকারের নির্ভরশীলতা কমিয়ে সৃষ্টিশীল খাতের উপর জোর দেয়ার তাগিদ জানিয়েছেন।

আলোচনায় বিনিয়োগের ট্রেন ধরবার জন্য বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।

কৃষি মন্ত্রী ডক্টর আবদুর রাজ্জাক বহুমুখী কৃষিপণ্য রপ্তানীর উপর জোর দেয়া হবে বলে জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী তৃণমূলে স্বাস্থ্যসেবা সম্পসারণসহ বিশেষ পরিস্থিতিতে স্বাস্থ্যখাতের উন্নয়নে বিশেষ জোর দেয়ার কথা বলেছেন।

কভিড-১৯ এ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা

শিল্পের কাঁচামালে কর রোহিত, অগ্রিম আয়কর-এআইটি ৩ ভাগে আনা, ব্যংক লোনের সুদ সহজীকরণ করার উপর জোর দিয়েছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

-শিশির

Print Friendly, PDF & Email
FacebookTwitter