কলকাতায় মোশাররফ করিমের প্রথম সিনেমা মুক্তি

মোশাররফ করিমের প্রথম সিনেমা ‘ডিকশনারি’

বিনোদনঃ
কলকাতায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের প্রথম সিনেমা ‘ডিকশনারি’ মুক্তি পাচ্ছে আজ শুক্রবার।

মোশাররফ করিম ছাড়াও এতে আরও অভিনয় করেছেন কলকাতার আবির চ্যাটার্জি, নুসরাত জাহান ও পৌলমী বসু।

সিনেমাটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু।

বুদ্ধদেব গুহর দুইটি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘ডিকশনারি’ সিনেমাটি।

মোশাররফ করিম দ্য ডেইলি স্টার অনলাইনকে গতকাল বলেন, ‘সিনেমাটিতে অনেক আনন্দ নিয়ে কাজ করেছি। আমার বিশ্বাস সেই আনন্দ দর্শকদের মাঝে ছড়িয়ে পড়বে।’

তিনি আরও বলেন, ‘ব্রাত্য বসু একজন গুণী নির্মাতা। স্বনামখ্যাত অভিনেতাও। তার সঙ্গে কাজ করতে গিয়ে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত ভালোবাসা নিয়ে কাজ করেছি। দর্শকরা সিনেমাটি দেখুক— এই প্রত্যাশা।’

আরও পড়তে পারেন:

স্টার সিনেপ্লেক্সে ১০০ টাকায় সিনেমা দেখার সুযোগ

জানা গেছে, ভারতের ৩৫টি সিনেমাহলে আজ ‘ডিকশনারি’ মুক্তি দেওয়া হচ্ছে।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter