কানাডায় মসজিদে এই প্রথম আজানের অনুমতি

কানাডায় মসজিদে এই প্রথম আজানের অনুমতি

আন্তর্জাতিকঃ

প্রথমবারের মতো কানাডায় মসজিদের মাইক থেকে আজান প্রচারের অনুমতি মিলেছে। ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাসের জন্য দেশটির কয়েকটি শহরে এ অনুমতি দেয়া হয়।

রাজধানী অটোয়ার পাশাপাশি টরেন্টো, এডমন্টন ও হ্যামিল্টন শহরের মসজিদগুলো থেকে জোহর, আসর ও মাগরিবের নামাজের আজান দেয়া যাবে বলে সংবাদে জানিয়েছে সিবিসি নিউজ।

তবে শুধুমাত্র পবিত্র রমজান উপলক্ষেই এই অনুমতি দেয়া হয়েছে। রমজান শেষ হওয়ার পর কোনো মসজিদ থেকে আর আজান দেয়া যাবে না।

এতোদিন উত্তর আমেরিকার এই দেশটিতে মুসুল্লিদের মসজিদে নামাজ পড়ার অনুমতি থাকলেও মাইকে আজান দেয়ার অনুমতি ছিল না।

এ সম্পর্কে হ্যামিল্টন শহরের মাউন্টেন মসজিদের ইমাম সাইয়্যেদ তুরা বলেছেন, ‘কানাডায় বসবাসরত মুসলমানদের জন্য আজকের দিনটি ঐতিহাসিক। কারণ, তারা আজ প্রথমবারের মতো মসজিদ থেকে আজান প্রচারের অনুমতি পেয়েছে।’

রমজান শেষ হওয়ার পরও যাতে আজান প্রচার করা যায় সেজন্য কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন বলে জানান এই ইমাম।

জেনেভা ক্যাম্পে করোনা উপসর্গে ১৩ জনের মৃত্য

এছাড়া তিনি জানান, এ চারটি শহরের পাশাপাশি কানাডার প্রতিটি শহরে আজান দেয়ার অনুমতি লাভের চেষ্টা চালাচ্ছেন তারা।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter